তালতলী, বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার দক্ষিণাঞ্চলের ঐতিহ্য বাহী ছোটবগী বাজারের ১৪৭টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ডিসেম্বর) সকাল (১১টার) দিকে ছোটবগী বাজারের সদর রোডে এবং উচ্ছেদ কবলিত এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন করেছে ১৪৭টি পরিবারের সদস্যরা। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। জানা গেছে,দক্ষিণাঞ্চলের তালতলী উপজেলার ঐতিহ্যবাহী ছোটবগী বাজার। শত বছর পূর্বে এ বাজারটি স্থাপন করা হয়। প্রতি শুক্রবার এখানে হাট বসে।
দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু ও ধানের বাজার বসে এখানে। ৫০ বছর পূর্বে বাজার সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধের উপরে ব্যবসায়ীরা ঘর নিমার্ণ করে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার ১ডিসেম্বর সকালে নোটিশ ছাড়াই বরগুনা ভ‚মি অধিগ্রহন শাখার সিনিয়র সহকারী কমিশনার মো.মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন ভেকু মেশিন দিয়ে ১৪৭ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ নোটিশ না দিয়ে প্রশাসন ১৪৭ ঘর ভেঙ্গে ফেলেছে। মানববন্ধনে মো.জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন চুন্নু, ছোটবগী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইজারাদার মো. মজিবুর রহমান বিশ্বাস, ইউপি সদস্য মো. রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য সুলতান বয়াতি,মো.শামীম পাটোয়ারী,মো.বশির জোমাদ্দার,মো.জাহিদুল ইসলাম বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রমুখ। ছোটবগী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সিকদার বলেন, ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়ায় ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি করেছে। যতদিন পর্যন্ত ব্যবসায়ীদের পুণর্বাসন দেয়া না হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে। বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে মাইকিং ও নোটিশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে সরকারের সাধ্যের মধ্যে রেখে পুর্নবাসনের ব্যবস্থা করা হবে।