আক্তারুল ইসলাম, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় চলছে খাল দখলের মহাউৎসব। বিভিন্ন মৎস্যজিবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে বা ইজারা ছাড়াই উপজেলার অধিকাংশ সরকারী খাল (জলমহল) প্রভাবশালীরা দখল করে মাছ চাষ করছেন। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে ও দরিদ্র মৎস্যজিবীদের বঞ্চিত করে এ সকল খাস খাল ভোগদখল করছেন তারা।আবার অনেক প্রবাহমান খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন অনেকে। আর এদের সার্বিক সহযোগিতা করে থাকেন ইউনিয়ান সহকারী ভুমি (নায়েব)। সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের সুতখালী খালের সাথে সংযুক্ত জাংগাল নাপিত পাড়ার খাল। চাঁদকাটি মৎস্যজিবী সমবায় সমিতির নামে খালটি আব্দুর রশিদ ও সানাউল্লাহ ইজারা গ্রহণ করে বিষুকাটি গ্রামের ইনছাপ মোল্লাহ’র কাছে সাব লিজ দিয়েছেন। চাঁদকাটি গ্রামের সুলতান বিশ^াসের ছেলে আব্দুল্লাহ, ওই গ্রামের কাদের বিশ^াস, আমজাদ বিশ^াস এই খালটির সংযোগস্থল সম্পূর্ণ দখল করে মাছ চাষ করছেন। ফলে বিলের পানি সরানোর এই খালটি এখন বদ্ধজলাশয়ে পরিণত হয়েছে। কাদের বিশ^াস বলেন, আমার দখলীয় জায়গা বাংলাদেশ সরকারে কাছ থেকে ফকির মÐল ৯৯ বছরের বন্দোবস্ত নেয়। পরে আমি তার কাছ থেকে ক্রয় করে ১৪/১৫ বছর ভোগ দখল করছি। বন্দোবস্তো প্রাপ্ত জমি কেনা বেচা করা যায় কিনা এমন প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। আমজাদ বিশ^াস বলেন, এই জমি সরকারের কাছ থেকে নকুল মÐল ৯৯ বছরের ইজারা নিয়ে আমার কাছে বিক্রি করে। সে থেকে এই খালের মুখে বাঁধ দিয়ে মাছ চাষ ও ভোগদখল করে যাচ্ছি। সমিতির সাধারণ সম্পাদক রশিদ বলেন, এই খালটি সমিতির নামে ইজারা নিয়ে সমিতির সদস্যরাই মাছচাষ করে। কোনো সাব লিজ দেয়া হয়নি।তবে ইনছাপ মোল্লা বলেন অন্য কথা, এই খালটি ৪০/৪৫ বছর ধরে আমি মাছ চাষ করি। যারাই ইজারা নিক না কেন আমার কাছে বিক্রি করে।সহকারী কমিশনার (ভ‚মি) তারেক সুলতান বলেন, সরকারী ইজারা প্রাপ্ত সম্পত্তি হস্তান্তর করার কোনো সুযোগ নেই। বিক্রয় হয়ে থাকলে সেটা অপরাধ। যারা ক্রয় করেছেন তাদেরও অবৈধ। এ সম্পত্তি এখল সরকারের অনুকুলে আসবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, সকল তথ্য উপাত্ত সহ জানালে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত