ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:
গত ১০ মে ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে ত্রিশাল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৫৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক নারী ও পুরুষকে আটক করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের ধলা এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। আটককৃত মহিলার নাম খালেদা (৩২), স্বামীর নাম মোঃ কাইয়ুম, গ্রাম- ধলা এবং অপর ধৃত মো: উজ্জল (২৩), পিতা- হরজুল, গ্রাম- বাঘবেড়, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহএর বাসিন্দা। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে অভিযান পরিচালনা করেন।
বালিপাড়া ধলা এলাকার মাদক ব্যাবসায়ী খালেদার বাড়ী তল্লাশি করে ৫৬০ পিস ইয়াবাসহ খালেদা ও উজ্জলকে আটক করা হয়। আসামীরা বিশেষ কৌশলে মাদক সংগ্রহ ও সংরক্ষণ করে মাদক ব্যবসা পরিচালনা করাকালে ৫৬০ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করেন। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আরও বলেন, দীর্ঘদিন যাবত তারা এলাকায় গোপনে মাদক বিক্রি করে আসছিল। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান। অভিযান পরিচালনা করেন ত্রিশাল থানার এস আই (নি:) আনিসুর রহমান, এএসআই (নি:) শাহ আলম সহ সঙ্গীয় ফোর্স।