ময়মনসিংহ প্রতিনিধি :
এবার বিদ্রোহী প্রার্থী হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭ নং হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আবু সাঈদ। তিনি ইউপি নির্বাচনে দলীয় প্রতীক না পেয়ে এবার বিদ্রোহী প্রার্থী হয়েছেন,প্রতীকও পেয়েছেন চশমা।
এ নিয়ে ত্রিশাল আওয়ামী লীগ নেতাদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে জানতে আবু সাঈদের মোবাইল নম্বরে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘আমি শুনেছি তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
তবে যেহেতু তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, সেহেতু কেন্দ্র তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত দেবে তা আমরা বাস্তবায়ন করব।