নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটিতে সাবেক ত্যাগী নেতাদের কমিটির বাহিরে রাখায় উত্তেজনায় ফের ঝাড়ু মিছিল করেছে দলীয় নেতা কর্মীরা। জানা যায়, গত ১৩জুন ত্রিশাল উপজেলা ও পৌরসভা বিএনপির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে অনেক প্রবীণ ও ত্যাগী নেতারা বাদ পড়লে ১৪ জুনে ত্রিশালে ঝাড়ু মিছিল ও ডাঃ মাহবুবুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ নিয়ে সাংগঠনিক ভাবে কেন্দ্রীয় ভাবে কোন সাড়া না দিলে ১৬জুন বিকেলে আবারো ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ এলকা হতে কয়েকশত নেতা কর্মী জড়ো ক্ষোভ প্রকাশ করে ঝাড়ু নিয়ে বিক্ষভ মিছিল করেন। মিছিলটি পৌরশহরের কয়েকটি রাস্তায় প্রদক্ষিণ করে দরগা মহল্যা রাস্তার মাথা এসে শেষ করেন। ঝাড়ু নিয়ে করা বিক্ষোভ মিছিলে নতুন কমিটি প্রত্যাহারের দাবী তুলে জেলা বিএনপি আহবায়ক ডাঃ মাহবুবুর রহমানকে ত্রিশাল ছাড়তে স্লোগান দেন। কমিটির বাহিরে থাকা নেতারা বক্তব্যে বলেন, ডাঃ মাহবুবুর রহমান লিটন তার আদিপত্য ঠিক রাখতে ত্রিশাল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসা ত্যাগী নেতাদের কমিটির বাহিরে রেখে তার অানুগত্য দূর্বল কিছু লোক ও তার প্রতিষ্ঠানের কর্মরত লোক দিয়ে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন যা আগামীদিনে ত্রিশাল বিএনপির ধংস করার মহা পরিকল্পনা । এ বিষয়ে থানা যুবদলের সাবেক বর্তমান নেতা ও ছাত্রদলের বর্তমান সাবেক নেতাদের সাথে কথা বললে তারা জানান, এই ডাঃ মাহবুবুর রহমান লিটন ত্রিশাল বিএনপিতে যুক্ত হওয়ার পর থেকেই তারেক জিয়ার নাম ভাংঙ্গিয়ে ত্যাগী সিনিয়র নেতাদের ছাটাই করতে শুরু করেন। এ ছাটাইয়ে সাবেক এমপি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ প্রভাবশালী নেতাদের পদ শুন্য করে দলের পক্ষে কথা বলতে বোবা বানিয়ে রাখছিলেন। নেতারা আরো বলেন,ডাঃ লিটন বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে মাঠে না থাকলেও দলের প্রভাব শালী নেতাদের দল থেকে ছিটকে ফেলতে সবসময় তৎপর থেকেছেন। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারে না থাকায় সারাদেশে বিএনপির খারাপ সময় গেলেও এই মাহবুবুর রহমান লিটনের খুব উজ্জল সময় অতিক্রম করছেন। বিভিন্ন সময় ত্যাগী নেতারা মাঠে থাকলেও তার অস্তিত্ব খোঁজে পাওয়া যায়নি। নেতারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, যতদিন পর্যন্ত ত্রিশালে এই নতুন কমিটি প্রত্যাহার না হবে আর ত্যাগীরা কমিটিতে দায়িত্বে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, থানা বিএনপি’র সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, থানা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোভা, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চাঁন, থানা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন খান, থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, জেলা ছাত্রদলের সহ সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজরুল ওয়াহাব রাজু, ত্রিশাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুল আলম, উপজেলা যুবদল নেতা মরিরুজ্জামান ফকির শুভ্র, মাহবুবুল আলম পল্টন, বাছির মন্ডল, ইমরান হোসেন, সেলিম তরফদার, সাজ্জাত মন্ডল, মোরাদ, জাকারিয়া, রাহাত প্রমুখ।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
- রূপগঞ্জে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- বরগুনায় পিআইওর বিরুদ্ধে ৩০ টি মসজিদে টিআর বরাদ্দের ৩০ লাখ টাকা লোপাটের অভিযোগ
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল