কামরুজ্জামান মিনহাজঃ
বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ।মঙ্গলবার (২৪জানুয়ারি) ত্রিশাল পৌরসভার মধ্য বাজার এলাকায় বিট পুলিশিং সমাবেশ এবং শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা ।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, ত্রিশাল সার্কেল এএসপি অরিত সরকার, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার ,
ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক শোভা মিয়া আকন্দ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল , ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বালিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল সহ অন্যরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গ্রামপুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবাকে জনসাধারণের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন এতে মানুষের হয়রানি অনেকাংশে কমে গেছে।আইন শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং এর কোন বিকল্প নেই, ইহাতে পুলিশ ও জনগনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী হয়েছে বলে বক্তারা তাদের বক্তব্যে প্রকাশ করেন।