ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামে মা-বাবাকে হত্যার পর লাশ বসতঘরে মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, বুধবার দুপুরে রাজু মিয়া প্রথমে তাঁর মা রানুয়ারা বেগমকে গলা টিপে হত্যা করেন এবং রাতে বাবা মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে দুজনের লাশ ঘরের ভেতরে মাটি খুঁড়ে পুঁতে রাখেন তিনি।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ জানান, পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের জেরেই রাজু এ হত্যাকান্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর এক বছরের একটি মেয়েসন্তান রয়েছে।স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ রাজুকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।