বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা সদরের বেমরতা কলাবাড়ীয়া আদর্শগ্রামে সরকারীভাবে বন্দোবস্তু পাওয়া খাস জমি থেকে উচ্ছেদ করতে স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে হামলা করেছে। হামলায় বন্দোবস্ত পাওয়া জমি মালিক লাবনী বেগম (৪৫) কে বেধড়ক মারপিট করা হয়েছে। এ সময় তাকে ঠেকাতে গেলে হামলাকারীরা লাবনী বেগমের ননদ খায়রুন বেগম ও চাচী শ^াশুড়ী মাফুজা বেগম কে ও পিটিয়ে আহত করা হয়। শুক্রবার বিকেলে প্রকাশ্য জনসম্মুখে এ ঘটনার পর আহত ৩ নারীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্থ ওই গ্রামের সিদ্দিক সেখের স্ত্রী লাবনী বেগম শনিবার বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে বলা হয়, দরিদ্র ও ভুমিহীন হওয়ায় বাগেরহাট জেলা প্রশাসনে আবেদনের প্রেক্ষিতে লাবনী বেগম কে বেমরতা ইউনিয়নের কলাবাড়ীয়া আদর্শ গ্রামে দশমিক ১০৫০ একর জমি প্রদান করা হয়। সদর সহকারী কমিশনার (ভুমি ) ২৮৯৬/২০০৫ নং দলিল মুলে বন্দবস্ত কেস নং ১১ বি/০৫ বুনিয়াদে ওই জমি প্রদান করা হয়। যেখানে লাবনী বেগম তার স্বামী সিদ্দিক সেখ কে নিয়ে বসবাস শুরু করেন। সংসারে অভাবজনিত কারনে এলাকার বিউটি বেগম ও মহিতোন বেগম দুই নারীকে সাময়িকভাবে থাকতে দিয়ে লাবনী বেগম তার স্বামীকে নিয়ে ঢাকায় চলে যায়। কয়েক বছর ঢাকায় থেকে আবার বাড়ীতে ফিরে এসে তাদের জমিতে থাকা বসতঘরে থাকতে গেলে বিউটি বেগম ও মহিতোন বেগম নানা তাল বাহানা করে। যা নিয়ে পরবর্ত্তিতে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধ নিরসনে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করেও কোন সুরাহা করতে পারে নাই। এক পর্যায়ে গত শুক্রবার লাবনী বেগম তার জমিতে গিয়ে বিউটি ও মহিতোন বেগম কে তাদের ঘর ছেড়ে দিতে বললে কথাকাটাকাটির একপর্যায়ে লাবনী বেগম কে দখলকারী মারপিট শুরু করে। এসময় খায়রুন বেগম ও মাফুজা বেগম ঠেকাতে এলে তাদের মারপিট করে আহত করে। এ ঘটনায় হামলাকারী এলাকার কবির হাওলাদার, সবুজ মুন্সি, বিউটি বেগম ও মহিতোন বেগমসহ অজ্ঞাতনাম আরো ১০/১২ জনের বিচার চেয়ে লাবনী বেগম শনিবার বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।