শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধি
পুলিশের ধর্ম বা প্রধান কাজই হচ্ছে মানুষের সেবা প্রদান করা পুলিশ জনগণের সেবক। থানায় কোন ধরনের সাধারণ ডায়রি(জিডি) কিংবা পুলিশ ভেরিফিকেশন জন্য কোন প্রকার অর্থ লেনদেন না করতে আহবার জানান সহকারি পুলিশ শ্রীমঙ্গল সার্কেল শহীদুল হক মুন্সী। সহকারি পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল শহিদুল হক মুন্সি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের মাঝে ভ্রান্ত ধারণা চলমান। অনেক ক্ষেত্রেই পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়। এর দায় পুলিশের নয়। স্থানীয় জনসাধারণের অসাবধনাতা ও অসচেতনতাই এর জন্যে দায়ী। তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষ যারা নানাবিধ সমস্যায় পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়ে থাকেন তারা কোনো অনাকাক্ষিত ঘটনার আশঙ্কা দেখলে তা থানায় লিখিত আকারে জানালে পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। থানায় সেবা নিতে এসে সহজেই সাধারণ ডায়রি (জিডি) করতে পারবেন সকলেই। এক্ষেত্রে কর্তব্যরত ডিউটি অফিসারকে কি বিষয়ে ডায়রি করতে চান বললেই ডিউটি অফিসার সেবাগ্রহিতাকে একজন কম্পিউটার অপারেটরের নিকট নিয়ে গিয়ে সাধারণ ডায়রি বা অভিযোগ (জিডি) লিখে দিয়ে ডায়েরিতে লিপিবদ্ধ করবেন।
এই জন্য থানায় মামলা ও জিডি করতে কোনো ধরনের লেনদেন করতে হবে না। সেই সঙ্গে দালালমুক্ত থাকবে থানা। যদি এমন পরিবেশ নিশ্চিত করার পরও কোনো পুলিশ সদস্য কাউকে হয়রানি করেন তাহলে আমার অফিস সবসময়ই আপনাদের জন্য ও মোবাইল নাম্বার খোলা। অভিযোগ পাওয়া গেলে যত দ্রæত সম্ভব অভিযোগটি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বাধ্য হবেন।