দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি
দাউদকান্দিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২৩ জুন ২০২২ ইং তারিখ বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ আয়োজনে ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রগনে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ দাউদকান্দি মেঘনা আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভ‚ইয়া এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন সিকদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি মো. রকিব উদ্দিন রকিব সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।