বিশেষ প্রতিনিধি
দিনাজপুরে কোতয়ালী থানায় ছোট বোনের ৭৫ শতক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে বড়ভাইয়ের বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছর ১২ আগষ্ট মফিজুর রহমানের নিকট ৭৫ শতক জমি ক্রয় করেন তানজিলা ও তার স্বামী প্রকৌশলী মোঃ হেলালুজ্জামান হেলাল। এর পর থেকেই ওই জমি ভোগদখল করে আছেন তারা। চলতি মাসের গত ১২ অক্টোবর তারিখে একই গ্রামের মৃত- তাহের আলী ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৫০) ও তানজিলার বড়ভাই নিজের জমির পাশাপাশি সীমানা কেটে হেলালুজ্জামান ও তানজিলার জমি দখলে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দেয়ায় কুদ্দুস নানা ভাবে তানজিলা ও তার স্বামীকে ভয়ভীতি প্রদর্শণসহ হুমকি দিয়ে জমি দখলে নেয়ার চেষ্টা করে। এঘটনায় প্রতিকার চেয়ে হেলালুজ্জামান দিনাজপুর কোতয়ালী থানায় আব্দুল কুদ্দুসের নামে একটি অভিযোগ দায়ের করেন। পরে ভূক্তভোগী হেলালুজ্জামান বাদি হয়ে দিনাজপুর আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ওই জমির উপর ১৪৪ জারি করেন। ভূক্তভোগী তানজিলা বলেন, তার স্বামী গাজীপুর জাতীয় বিশ্বাবিদ্যালয়ে চাকুরী করার সুবাদে পরিবার নিয়ে সেখানে বসবাস করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তার বড়ভাই আব্দুল কুদ্দুস তাদের ক্রয়কৃত জমি নিজ দখলে নিয়ে আত্মসাতের পায়তারা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস সাথে মোটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একই দাগে ১৫০ শতক জমির মধ্যে তারও ৭৫ শতক জমি রয়েছে। জমির প্রকারভেদ ও দিক নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে তিনি স্বীকার করেন।