মাহফিজুল ইসলাম রিপন
জমি লিখে নিয়ে বার্তাবাহক পদে চাকুরী দিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। ঘটনাটি ফাঁস হয়ে পড়লে গোটা দিনাজপুরে তোলপাড় শুরু হয়েছে। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) শফিকুর রায়হান নেতা অভিযোগ করে বলেন, গত ২০১৯ সালেন ২৭ মে জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী সুকৌশলে পুতলা ছেলে (ছেলের শ্যালক) আবু সাঈদ আহমেদ কুমার এর নামে একখানা বায়নামা দলিল করে নেন। যার দলিল নং ১৬০৪। জমি নেয়ার পর ২ মাসের মধ্যে ২০১৯ সালের ১৪ জুলাই বার্তা বাহক পদে পুতলা ছেলে শাহাজাহান আলী পিতা মোঃ হকতুল্লা সাং চেংগনগ্রাম ইউনিয়ন- ছাতইল থানা- বোচাগঞ্জ জেলা- দিনাজপুর। জমির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ ব্যাপারে শাহাজাহান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার টাকার দরকার হওয়ার কারণে আমি জমি বিক্রি করেছি তবে কত টাকায় জমি বিক্রি করেছে সে ব্যাপারে কিছুই বলেন নি। তিনি আরো বলেন, আমার বোন চেয়ারম্যান এর ছেলে আবু সাঈদ এর কাছে আছে। তবে আমার নিয়োগ সব বিধি মোতাবেক হয়েছে। এ ব্যাপারে আজিজুল ইমাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়া বিধি মোতাবেক হয়েছে, এখানে কোন দূর্নীতির আশ্রয় নেওয়া হয়নি এবং যাকে নেওয়া হয়েছে যোগ্যতা মোতাবেক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর নিয়োগবোর্ডের মাধ্যমে তাকে নেওয়া হয়। আমার বিরুদ্ধে যে অনিয়মের কথা বলা হয়েছে তা মিথ্যা।