শাহিন চৌধুরী :
নানা জল্পনা কল্পনা শেষে জনগনের ভালো বাসায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আজিমপুর সুপার মার্কেট কমিটির নতুন সভাপতি মোঃ আমজাদ শেখ,সাধারণ সম্পাদক মোঃ সেলিম, প্রায় ত্রিশ বছর ধরে খমতার দাপটে অবৈধ পন্থায় নির্বাচন না দিয়ে সভাপতির পদ দখলকরে রেখেছিলেন একদল খমতাশিন ব্যাক্তিরা।
গত ২৩ মার্চ নির্বাচনে আমজাদ শেখ দারিয়ে ছিলেন সভাপতি পদ প্রার্থী হয়ে,জনগনের ভালোবাসায় আমজাদ শেখ বিজয় লাভ করেন, নির্বাচনে প্রচারের সময় সাধারণ জনগনদের প্রতুশ্রুতি দিয়েছিলেন বিজয়ী হলে মার্কেটের উপরে মুসল্লীদের জন্য নামাজের ব্যাবস্থা করে দিবেন,সেই সাথে কল্যান মুখি ছিলেন আমজাদ,বিশেষ করে দরিদ্র জনগনের পাশে সবসময়ই আমজাদকে পাশে পেতেন এলাকার জনগন সহ বহিরাগত মানুষ দূর দূরান্ত থেকে লাশ নিয়ে আসেন অনেক গরিব অসহায় পরিবার,
টানা পুরা থাকার কারনে কবরস্থানের ফি না দিতে পারলে আমজাদ সব সময় নিজ কোষাগার থেকে ফি দিয়ে কবরের ব্যবস্থা করতেন আমজাদ,দৈনিক আমাদের কন্ঠ র সাক্ষাতে আমজাদ বলেন আমি একজন মানবাধিকার কর্মি হিসেবে জতদিন বেচে থাকবো ইনশাআল্লাহ সব সময় অসহায় মানুষের মুখে হাসি ফোটাবো তাই আমি সবার সহযোগিতা চাই।