বিনোদন প্রতিবেদক
করোনার দীর্ঘ বিরতি শেষে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন নগর বাউলের জেমস। আগামী ১২ নভেম্বর মঞ্চ মাতাতে দেখা যাবে জেমসকে। ব্র্যান্ডমিথ কমিউনিকেশন এর আয়োজনে ‘নভেম্বর রেইন’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি । আয়োজক কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, কনসার্টে অংশ নেওয়ার ব্যাপারে জেমসের সঙ্গে আলোচনা হয়েছে। শুধু জেমস নই , কনসার্টে জেমসসহ অংশ নেবে বাংলাদেশের জনপ্রিয় ৮টি ব্যান্ড। অংশগ্রহণকারী আটটি ব্যান্ড হল, আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, বø্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। ১২ নভেম্বর শুক্রুবার রাজধানীর অভিজাত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বেলা তিনটা থেকে শুরু হবে কনসার্টটি। ব্র্যান্ডমিথ কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। টিকিটের দাম কত হবে সেটি নির্ধারণের পর জানানো হবে।