অনলাইন ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবর মাসে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংলিশরা। পুরুষ দলের সঙ্গে এই সফরে যাচ্ছে দেশটির নারী ক্রিকেট দলও।
ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না কোহলিদের দেশটি। করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে ভারতের পরিবর্তে এখন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার কন্ডিশনে মানিয়ে নেয়ার চিন্তায় পাকিস্তানে যাচ্ছে ইয়ন মরগানরা।
যে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কায় গত ১৬ বছর খেলতে যায়নি ইংল্যান্ড, সেখানেই বিশ্বকাপের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে থ্রি লায়ন্সরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার জানিয়েছে, অক্টোবরে এই টি-টোয়েন্টি সিরিজটি খেলে দুই দলই আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা করবে।
শুরুতে দুটি ম্যাচই হওয়ার কথা ছিল করাচিতে। কিন্তু পিসিবি এবার জানিয়েছে, অপারেশনাল এবং লজিস্টিক কারণে ম্যাচ দুটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তর করা হয়েছে। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৩ এবং ১৪ অক্টোবর হবে এই দুই ম্যাচ। ম্যাচ দুটি শেষ করেই সোজা আমিরাতে পাড়ি জমাবে ইংল্যান্ড দল।