নিজস্ব প্রতিবেদক:
বাংলদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম এর আমীর শায়খ মুফতি মুনীর উদ্দিন হাফিঃ গতকাল খুলনায় নিজ বাসভবনে এক বিবৃতিতে বলেন, ইসলাম বিদ্বেষী তথাকথিত ভুইফোঁড় সংগঠন গণকমিশন দেশের বরেণ্য আলেমদের বিরুদ্ধে দুদকে যে অভিযোগ দায়ের করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন। তাঁরা এই মিথ্যা অভিযোগ (শ্বেতপত্র) দুদকে দাখিল করে ইসলাম ও মুসলমানদের মস্তিস্কে রক্তক্ষরণ ঘটিয়েছেন।
শতকরা ৯০ শতাংশের উপরে মুসলমানদের দেশে বরেণ্য ১১৬ জন ওলামা-মাশায়েখ ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে ঢালাওভাবে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দায়ের ও তাঁদের দুঃসাহসিকতার তীব্র প্রতিবাদ ও নিন্দাজ্ঞাপন করছি। নিঃসন্দেহে তথাকতিথ গণকমিশন নামের এ সংগঠনটি ইসলাম ও মুসলমানের শত্রু।
তাদের এহেন কর্মকান্ডে দেশবাসী তাঁদের চেহারা ও উদ্দেশ্য সম্পর্কে জেনে গেছে। দ্বিন প্রচারের কাজে বিদ্বেষ সৃষ্টিকারী গণকমিশন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।