দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধি
শুক্রবার বিকালে দুপচাঁচিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে সিয়াম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, নাটোর জেলার লালপুর উপজেলার মামুনুর রশিদ মামুনের স্ত্রী তার শিশুপুত্র সিয়াম সহ শিশুটির নানা মোজাহার আলী উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম খুনিহারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় প্রচন্ড গরমে শিশু পুত্রকে বাড়ির সামনে রেখে পরিবারের লোকজন গল্প করছিলেন। শিশুটিও খেলা করছিলো। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোজাখুজির এক পর্যায় শিশুকে পুকুর ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।