দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক অনুদান প্রদান 

জহিরুল ইসলাম, গাজীপুর:

গাজীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহানগর বিএনপির আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে নগরীর শিববাড়ি এলাকার শ্রী শ্রী ইন্দ্রেশ্বরী শিবমন্দিরে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড.আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এসময় প্রধান অতিথি নগরীর ১০৭ টি পূজা মন্ডপের উদযাপন কমিটির সভাপতির হাতে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে,গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, সাবেক জি.এস নীনা মোস্তফা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে নগরীর বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান রেজাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং অসংখ্য সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *