দূর্গাপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দূর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনীদের বিচারের দাবিতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার  দূর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিকাল ৪ টার দিকে বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গাপুর শাখার সেক্রেটারি শামীম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার সহকারি সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, জনাব মোঃ গোলাম মোর্তুজা। বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্টন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া লগি বৈঠার তাণ্ডবের হুকুমদাতা হিসেবে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বিচার দাবি করেন। সমাবেশের পূর্বে দুপুর থেকেই চারদিক থেকে মিছিল এসে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দূর্গাপুর বাজার প্রদক্ষিণ  করে জিয়া চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভিডিও ফুটেজ দেখে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য জামায়াতের বিক্ষোভ মিছিল দেখতে দোকানী, ব্যবসায়ী ও উৎসুক জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।সমাবেশ শেষে ফাজিল মাদ্রাসা থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিল দূর্গাপুর বাজারের মেইন মেইন পয়েন্ট অতিক্রম করে শহীদ জিয়া চত্বরে পথসভা করে কর্মসূচি সমাপ্ত  ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *