দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি
সবার মুখে বলেন রক্ত দিন, জীবন বাচাঁন এই শ্লোগানে বিশ্ব রক্তদাতা দিবস- ২০২১ উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে সাধারন জনগনকে রক্তদানে উৎসাহিত করার লক্ষে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা আয়োজনে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দেবীদ্বার মসজিদ মার্কেট থেকে র্যালিটি বের হয়ে দেবীদ্বার কুমিল্লা হাইওয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেটে এসে শেষ হয়। দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানার মানবিক যিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সব সময় কাজ করেন। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য শিরিন সুলতানা, দেবীদ্বার পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব হিরন মোল্লা, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সদস্য জনাব লুৎফুর রহমান বাবুল, আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, ডাঃ শাহিন আলম সরকার, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, মোঃ নেছার উদ্দিন, মোঃ আনোয়ার হোসাইন, মেহেদী হাসান রিয়াদ, মোঃ বিল্লাল হোসেন, ব্লাড ফর দেবীদ্বারের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সজিব, ছাত্রবন্ধু রক্তদানের প্রতিষ্ঠাতা পারভেজ সরকার, সহ আরো অনেকে রক্তদাতা র্যালিতে উপস্থিত ছিলেন।