বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে বড় সংকট সুশাসনের।মঙ্গলবার (৭ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক বিল, ২০২২ উত্থাপনকালে আপত্তি জানিয়ে তিনি এ কথা বলেন। পরে অবশ্য হারুন বলেন, বিল নিয়ে তার আপত্তি নেই। তিনি বিচারকদের আরও সুযোগ-সুবিধা বাড়ানো, আরও বিচারক নিয়োগের অনুরোধ করেন আইনমন্ত্রীকে।
তিনি বলেন, আমি কিছুদিন আগে দেখলাম এই সংসদের সংসদ সদস্য ১০ বছরের দণ্ডিত হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রীসহ আপনি (আইনমন্ত্রী) বলেছেন, উনি আইন মেনেই গিয়েছেন। অথচ সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বিদেশে চিকিৎসা নিতে আপনাদের কাছে বার বার আবেদন করে আসছেন। আপনারা বলছেন কোন সুযোগ নেই। এটা হচ্ছে আইনের বৈষম্য।বিরোধী দলের সারাদেশে কর্মসূচি পালনের অধিকার রয়েছে কি না জানতে চেয়ে হারুনুর রশীদ বলেন, আপনারা (আওয়ামী লীগ) কর্মসূচি পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায়। কিন্তু বিরোধী দলকে কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। আপনারা কর্মসূচি করছেন। এখানে বৈষম্য হচ্ছে।
বাংলাদেশকে কী সভ্য, গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারীকে যেভাবে নিপীড়ন করেছে। ছাত্রলীগ নামধারী গুণ্ডারা যা করেছে। আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। আইন তৈরি করছেন। মানুষের জন্য করছেন তো? আইনের ব্যাপারে আপত্তি নেই। কিন্তু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে বড় সংকট সুশাসনের।