নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার ঢাকার বেইলী রোডস্থ চিন চিন চাইনিজ এ দৈনিক আমাদের কণ্ঠের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা শুরু হয়ে বিকাল ৪ টায় মতবিনিময় সভা সমাপ্ত হয়। দৈনিক আমাদের কণ্ঠের বিভাগীয় ব্যুরো প্রধান ও জেলা প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় পত্রিকার সার্বিক বিষয়ের উপর আলোচনা রাখেন প্রতিনিধিরা।
পত্রিকার ভবিষ্যৎ উন্নয়নের উপর বিভিন্ন দিক নির্দেশনা দেন দৈনিক আমাদের কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক মোজাহারুল হক শহিদ, নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, বার্তা সম্পাদক নুরুল হোসেন কাইয়ুম, মফস্বল সম্পাদক রাসেল মোল্লা ও মহাব্যাবস্থাপক মো: মহিদুর রহমান।
মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, খুলনা ব্যুরো আবু হেনা মুক্তি, সিলেট ব্যুরো সুহেল আহমেদ,
বরিশাল ব্যুরো সুলতান খান, রাজশাহী ব্যুরো সানোয়ার আরিফ।
এছাড়া যে সমস্ত জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন গাজীপুর-জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ-এ কে এম কামরুজ্জামান,
আব্দুর রাজ্জাক বাচ্চু-কুষ্টিয়া, নরসিংদী-মোস্তফা খান, আব্দুল ওয়াদুদ-বগুড়া, মশাহিদ আহমেদ-মৌলভীবাজার,শরীয়তপুর- সোহাগ খান, ফরিদপুর-রিফাত ইসলাম, গোপালগঞ্জ-শাহীন মুন্সি, মাসুম বিল্লাহ-ঝালকাঠি, আল-আমিন-খাগড়াছড়ি,
সোহেল আহাদ-বি.বাড়িয়া, জহিরুল ইসলাম-লক্ষী পুর, মাসুদুর রহমান-জয়পুরহাট, সাখাওয়াত হোসেন-পাবনা,
রেজাউল করিম-সিরাজগঞ্জ, আকতারুল ইসলাম-সাতক্ষীরা, মহিউদ্দিন-ঝিনাইদহ, আলী আশরাফ-মাগুরা, হারুনুর রশিদ-রংপুর, অমিত হাওলাদার-পিরোজপুর সহ অন্যান্য প্রতিনিধিরা।