পিরোজপুর, মঠবাড়িয়া প্রতিনিধি
জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন থাকায় তার আশু রোগ মুক্তি কামনায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি এজাজ উদ্দিন চৌধুরীর উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মাগরিব নামাজ বাদ মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির অফিস কার্যালয় -এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি হারুন অর রশিদ, সহ সভাপতি শহিদুল আলম নাসির, মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আঃ রহমান আল নোমান, মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান হাওলাদার, দৈনিক আমাদের কন্ঠের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এজাজ উদ্দিন চৌধুরীসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত সবাই নির্বাহী সম্পাদকের জন্য দ্রæত সুস্থতা কামনা করেন।