মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮ টার দিকে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ কামাল হোসেন তার দলবল নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে সন্ত্রাসী তাণ্ডব চালায়। এ ঘটনায় জিয়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন (৫৬) গুরুতর আহত হন। হামলার শিকার ওই ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও হামলার সময় দেয়ালে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে সন্ত্রাসীরা।
এ বিষয়ে চিকিৎসাধীন ওই ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন জানান, শুক্রবার দৌলতপুর সরকারী পি.এস উচ্চ বিদ্যালয় মাঠে চকমিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল শেষে রাত ৮ টার দিকে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন গল্প করছিলাম হঠাৎ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: কামাল হোসেন তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় কার্যালয়ে ডুকে কোন কিছু না বলেই আমাকে হত্যার উদ্দেশে অর্তকিত হামলা চালায় ।
পরে নেতা কর্মীরা উদ্ধার করে আহত অবস্থায় দৌলতপুর হাসপাতালে ভর্তি করে । এদিকে তাৎক্ষনিক ভাবে সন্ত্রাসী হামলা ও দোষীদের গ্রেফতারের প্রতিবাদে আওযামীলীগ , যুবলীগ,ছাত্রলীগের শত শত নেকাকর্মীরা বিক্ষোভ মিছিল বেড় করে । বিক্ষোভ মিছিলটি আওয়ামীলীগ কার্যালর থেকে বেড় হয়ে প্রধান সড়ক,বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় । এ বিষয়ে অভিযুক্ত উপজেলা সাবেক ছাত্রদল নেতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি । এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: জাকারিয়া হোসেন জানান, চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।