নিজস্ব প্রতিবেদক
বায়তুল মোকাররম হকার্স কল্যাণ সমিতি (রেজি. নং: ৩৩৪৬) এর নির্মানাধীন শান্তিধারা কমপ্লেক্সের নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর প্রকল্পটি বাস্তবায়ন করছে নকশা কনষ্ট্রাকশননামক একটি ডেভলপার প্রতিষ্ঠান। শান্তিধারা কমপ্লেক্স নির্মান কাজের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা করতে সমিতির প্রধান কার্যালয় গাউছে পাক ভবন ৮ম তলা ২৮/জি মতিঝিল বানিজ্যিক এলাকা ঢাকায় আয়োজিত এক বিশেষ সাধারন সভা আয়োজন করা হয়। বিশেষ সাধারন সভায় সভাপতিত্ব করেন তদারক কমিটির সমন্বয়কারী ছায়েদুল হক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইদ্রিস খান। দপ্তর সম্পাদক মনিরুল হকের পরিচালনায় কর্মকর্তারা বলেন,আমাদের কমিটিতে ১৪ শত সদস্য রয়েছে। এই সদস্যদের কল্যানের জন্য রাজউক কর্তৃক অনুমোদিত বানিজ্যিক আবাসিক ভবনের উন্নয়নের মূল কাজ আরম্ভ করে নকশা কনষ্ট্রাকশন নির্মান কাজ অনেকটা নিজস্ব অর্থায়নে এগিয়ে নিয়ে এসেছেন।ডেভলপার হিসেবে নকশা কনষ্ট্রাকশনের কর্নধার মোঃ সুরুজ ইসলাম কৃতিত্বের সাথে মূল কাজ এগিয়ে নিয়ে যাওয়ায় তার প্রতি সন্তষ্টি প্রকাশ করেন সবাই। কারনে নকশা কনষ্ট্রাকশনের প্রতিষ্ঠাতা সুরুজ ইসলাম কে ধন্যবাদ দেন সকলে। দপ্তর সম্পাদক মনিরুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো: কামাল পাশা, র্অথ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ লাল মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কালাম পাটোয়ারী, আক্তার হোসেন আলতু, মোঃ রতন সহ অনেকে।