ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কোতোয়ালী থানায় দায়ের হওয়া দুই ধর্ষণ মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে কোতোয়ালী পুলিশ। এ ঘটনায় দুই দরিদ্র নির্যাতিতার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। পুলিশ সুপারের পক্ষে কোতোয়ালী ওসি শাহ কামাল গতকাল সোমবার এ আর্থিক সহায়তা দুই পরিবারের অভিভাবকদের হাতে তোলে দেন।
পুলিশ সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর একজন দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্টীর ২১ বছরের মেয়ে ধর্ষণের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়। একই তারিখে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী আরেক নারীকে নগরীর স্টেডিয়াম গেইট এলাকায় ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা হয়। দুটি মামলারই আসামিদের পুলিশ মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে। দুই ভিকটিমই অতি দরিদ্র হওয়ায় তাদের চিকিৎসা, পথ্যসহ অন্যান্য সুবিধায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান এদের পরিবারকে আর্থিক সহায়তা করেন। কোতোয়ালী থানার ওসি শাহ কামাল বলেন, দুই ভিকটিমকে আইনগত ভাবেও সহায়তা করা হবে।