ধামরাই, ঢাকা প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে ৫ ছিনতাইকারী। এই সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস,দুইটি ডিবির ইউনিফরম, একটি ওকিটকি ও কয়েকটি আইডি কার্ড পাওয়া যায়। গতকাল বিকাল ৫ টার সময় ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই মডেল স্কুলের সামনে থেকে পালানোর সময় এলাকার লোকজন ধাওয়া করে তাদের আটক করে। আটককৃতরা হলেন, রিয়াজুল ইসলাম হিরা, (২৫) পিতা আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম (২২) পিতা শাজাহান ও শওকত হোসেন (২৪) পিতা হানিফ আলী,মোঃ রুবেল(২৩) পিতা নুরুজ্জামান হাওলাদার, মোঃ রাসেল (২৩) পিতার মোঃ সানু মিয়া এদের সকলের বাড়ী পটুয়াখালী জেলায়। ভুক্তভোগীরা হলেন, রমজান, সোহাগ,ইয়াছিন, সাফায়েত হোসেন মিঠু এরা মিরপুর ১নম্বর এলাকায় মিজান পোল্ট্রি দোকানে চাকরি করেন। ভুক্তভোগীরা জানায় আমরা মিরপুর ১নম্বর গোদারাঘাট মিজান পোল্ট্রি দোকান থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়ে টাঙ্গাইল মুরগী কিনতে যাত্রা শুরু করি। এই সময় ছিনতাই কারীরা আমাদের গাড়ী ফলো করতে পারে।আমরা গাবতলী এসে আমাদের গাড়ীতে ৬ হাজার টাকার তেল নেই। বাকী ৪ লাখ ৬৪ হাজার টাকা গাড়ীতে ছিল।আমরা যখন সাভার ক্যান্টনমেন্টের গেটের সামনে আসি তখন ছিনতাইকারীরা আমাদের গাড়ী গতিরোধ করে, আমাদের সবাইকে তাদের গাড়ীতে তুলে নেয়, এসময় আমাদের কাছে থাকা ৪লাখ ৬৪ হাজার টাকাও নিয়ে নেয়। ভুক্তভোগী রমজান আলী জানায় ওনারা আমাদের গাড়ীতে তুলে ধামরাইয়ের পাল সিএনজি র কাছে এসে সবাই কে গাড়ী থেকে ফেলে দেয়, পরে তারা আবার ধামরাইয়ের দিকে ঘোরলে আমি একটি বাসে উঠে জয়পুরা বাজারে এসে হায়েজ গাড়ীটি গতিরোধ করি, এ সময় গাড়ী টি উত্তর দিকে মোড় নিলে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের সোমভাগ কাউন্সিল বাজারে আটক করা হয়। তবে আমাদের টাকাগুলো এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে ধামরাই থানার ওসি অপারেশন নির্মল দাশ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়ের ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে আসি। জনতা তাদের প্রথমে আটক করে গণধোলাই দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছে। এসময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস ,একটি ওয়াকিটকি,দুইটি ডিবি ইউনিফর্ম ও কিছু আইডি কার্ড জব্দ করা হয়েছে। আগামীকাল রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।