ধামরাই প্রতিনিধি
ধামরাই পৌর শহরের উত্তরপাতা দোয়েল ক্লাব সংলগ্ন রাস্তা থেকে মলম পার্টি ও ছিনতাই চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কামতা গ্রামের লিয়াকত আলীর দুই মেয়ে শিরিন আক্তার ও সালমা আক্তার,অপরজন একই গ্রামের আব্দুস সালামের মেয়ে সুমি আক্তার। তারা বরাবরই মানুষের সাথে প্রতারনা করে টাকা, স্বর্ণ আলংকার লুট করে বলে জানাযায়। স্থানীয় সুত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত ৯ টা সময় সুইটি বেগম নামে এক মহিলা সিএনজি করে ইসলামপুর থেকে ধামরাই বাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। সিএনজিতে পূর্বেই আরো ৩ জন মহিলা যাত্রী ছিল।সিএনজি টি পৌরসভার উত্তর পাতা এলাকায় পৌছালে সিএনজিতে থাকা ৩ মহিলা সুইটি বেগমের চোখে মুখে মরিচের গুঁড়া দিয়ে তার কাছ থেকে স্বর্ণ অলংকার নেওয়ার চেষ্টা করে। এ সময় সুইটি বেগম চিৎকার শুরু করে। সুইটি বেগমের চিৎকারে আশে পাশের লোকজন ধামরাই বড় বাজারের মোড়ে সিএসজিটিকে আটক করে। এর পর স্থানীয় জনতার সন্দেহ হলে প্রতাররক চক্রের ৩ মহিলাকে আটক করে। তবে সিএনজি চালক দৌড়িয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী সুইটিকে চোখে মুখে পানি দিলে তার স্বাভাবিকতা ফিরে আসে এবং তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানা যায়।পরে স্থানীয়রা থানায় ফোন দিলে ধামরাই থানার কিলো টিম এসআই আব্দুর রশিদ এসে সিএনজিসহ মলম পার্টির ৩ নারী সদস্যকে আটক করে থানা নিয়ে যায়। পরে তাদেও জিজ্ঞাসাবাদে জানাযায় দির্ঘদিন ধরে এই পেশার সাথে তারা জড়িত। ভুক্তভোগি সুইটি বেগম জানান, ইসলামপুর থেকে ধামরাই উদ্দেশ্যে সিএনজিতে উঠলে সিএনজিতে থাকা ৩ মহিলা আমার চোখে মুখে মরিচের গুঁড়ো দিয়ে আমার স্বর্ণ অলংকার নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি চিৎকার করি। তখন দোয়েল ক্লাবের সামনে স্থানীয় জনতা আমাকে উদ্ধার করে। এ বিষয়ে ধামরাই থানার পুলিশ উপ- পরিদর্শক(এস আই) আব্দুর রশিদ বলেন, নারী প্রতারক চক্রের ৩ নারী সদস্যকে আটক করা হয়েছে। তারা সুইটি নামে আরেক নারীকে অপহর করে তার কাছ থেকে স্বর্ণ অলংকার নেওয়ার চেষ্টা করছিল। স্থানীয় জনতার ফোনে ঘটনাস্থলে পৌছিয়ে তাদের নারী প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে আসি। পরে তাদের তিন জনের নামে ধামরাই থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, জুন ১
সংবাদ শিরোনাম
- জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
- লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
- দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
- কমলগঞ্জে অভিনব কায়দায় সিএনজি চুরি : কৌশলে নগদে টাকা আদায়
- রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা
- এনবিআরের দাবি করা কর দিতে হবে ড. ইউনূসকে
- কাউকে জেতানো বা পরাজিত করা ইসির দায়িত্ব নয়
- ভালুকায় অসংক্রামন রোগের কারণ ও প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত