ধামরাই, ঢাকা প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান সহ সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার(৩১মে) বেলা ৩টার দিকে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পের নির্মান কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এম পি।
এ উন্নয়ন মুলক কাজ গুলো হল ধামরাই উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সমপ্রসারণ ও হল রুম নির্মাণ, এতে ব্যায় ধরা হয়েছে ০৬ কোটি ০৯ লাখ টাকা। এর পর ৪০ লাখ ২৩ হাজার টাকা ব্যায়ে সোমভাগ ইউনিয়নের আমতলা হতে আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ।০৬ কোটি ১লাখ টাকা ব্যায়ে দেপাশাই গ্রামে বংশী নদীর উপর ৭২মিটার লম্বা আর সি সি গার্ডার ব্রীজ নির্মাণ। ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে ধানতারা জিসি হতে পাকুটিয়া জিসি সড়কে ১২৭০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ আর সি সি গার্ডার ব্রীজ নির্মাণ।
এছাড়াও ১কোটি ৭লাখ টাকা ব্যায়ে আমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম, ঢাকা জেলা আওয়ামী-লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামূল হক আইয়ুব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুল হক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সহ স্থানীয় এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।