Share Facebook Twitter LinkedIn Pinterest Email নতুন কুঁড়ির আগমনে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গাছ এখন মুখরিত। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে ঝরে যাওয়া পাতার জায়গায় কুঁড়ি ও নতুন পাতায় প্রকৃতিতে যেন নবজীবনের আবাহন। ছবি শেখবাসিরুজ্জামান ।