নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যাণ ঘেষা ঐতিহাসিক আশুড়ার বিলে জেগে উঠা জমিতে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছে কৃষকেরা। ইতিমধ্যে ওইসব জমিতে রোপনের জন্য তাদের বীজতলা প্রস্তুত হয়েছে। আগামী ৬/৭ দিনের মধ্যে তারা ওই জমিতে বোরো রোপন কাজ শুরু করবে বলে জানায়। জেগে উঠা জমির মধ্যে দিয়ে প্রবাহিত ক্যাণেলের পানি যাতে করে নির্বিঘেœ যেতে পারে এর জন্য তারা দলবদ্ধ ভাবে পরিস্কারের কাজে নেমেছে। সেখানকার কৃষক রেজাউল ইসলাম মোসলেম উদ্দীন সহ বেশ কয়েক জন জানান তারা যুগযুগ ধরে ওই জমি চাষাবাদ করে আসছে। তাদের ভাষায় ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সেখানে ধান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে।