নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে করোনা সনাক্তের সংখ্যা বাড়লেও সাধারণের মাঝে বাড়ছে না তেমন সচেতনতা। মানুষ স্বাভাবিক ভাবে সর্বত্রই ঘুরাফেরা করছে। মুখে মাস্ক না দিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চালাফেরা করছে। এদিকে উপজেলা প্রশাসন সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন করেছেন। করছেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানাও। এরপরও কেউ স্বাস্থ্য বিধি মেনে চলছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদের দেয়া তথ্য মতে গতকাল মঙ্গলবার ৩ জন ও গত সোমবার ৯ জনের করোনায় আক্রান্ত হবার রিপোর্ট পাওয়া গেছে। তার হিসাব মতে করোনা শুরু থেকে উপজেলা এলাকায় ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ জন মৃত্যু বরণ করেছে। সুস্থ হয়েছে ১৫১ জন। বর্তমানে আক্রান্তের সংখা ৩৭ জন। এরমধ্যে ৩৫ জন বাড়ীতে থেকে চিকিৎসা গ্রহন করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে ২ জন। মোট পরিক্ষা করা হয়েছে ৮৬৮ জনের। এর মধ্যে গত ২২ মে থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ৬৭ জনের। করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১ জন। অপরদিকে উপজেলা এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে সর্দি জ্বর ও কাশি।
বৃহস্পতিবার, জুন ১
সংবাদ শিরোনাম
- জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
- লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
- দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
- কমলগঞ্জে অভিনব কায়দায় সিএনজি চুরি : কৌশলে নগদে টাকা আদায়
- রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা
- এনবিআরের দাবি করা কর দিতে হবে ড. ইউনূসকে
- কাউকে জেতানো বা পরাজিত করা ইসির দায়িত্ব নয়
- ভালুকায় অসংক্রামন রোগের কারণ ও প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত