নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে একই রাতে কয়েকটি গ্রামে গৃহস্থের প্রায় ২০টি খড়ের গাদায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঘটনাগুলো ঘটেছে গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের প্রাণকৃঞ্চপুর ও আন্দোলগ্রামে(চন্ডিপুর) এবং শালখুরিয়া ইউনিয়নের কুড়াহার ও শালখুরিয়া গ্রামে।
জানা যায় প্রাণকৃঞ্চপুর গ্রামের খবিরুল ইসলামের ২টি আন্দোল গ্রামের(চন্ডিপুর) কালামের ১টি ও হযরত আলীর ১টি কুড়াহার গ্রামের সাখাওয়াত হোসেনের ১টি মঞ্জুরুল আলমের ২টি শামসুল আলমের ১টি এমদাদুল হকের ১টি মাহবুব আলীর ১টি শালখুরিয়া পূর্বপাড়া গ্রামের আন্তাজ আলীর ৩টি খায়ের আলীর ২টি মশিহুর রহমানের ১টি মহসিন আলীর ১টি বাদশা মিয়ার ১টি ইসরাফিল মিয়ার ১টি ও আহসান আলীর ১টি খড়ের গাদায় কে বা কারা অগ্নিসংযোগ করে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ওই অগ্নি সংযোগের ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। রক্ষা করা গছে প্রায় ৯ লাখ টাকার খড়। একই রাতে কয়েকটি গ্রামে এত খড়ের গাদায় অগ্নি সংযোগের ঘটনা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই নিয়ে যে এটি শত্রুতা নাকি নাশকতা।