নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়মীলীগের আয়োজনে দিবসটি পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে নবাবগঞ্জ হাইস্কুল মাঠে স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো, শিবলী সাদিক এম,পি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান। আরও বক্তব্য রাখেন আসন্ন ই্নিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রাপ্তরা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এরপূর্বে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে থেকে এম,পি শিবলী সাদিকের নেতৃত্বে একটি শোক র্যালী বের হয়ে তা আলোচানা সভা স্থলে গিয়ে শেষ হয়। শেষে খাবার বিতরণ করা হয়।