নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে ৪ চোর আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়পুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে।পুলিশ জানায় গত বৃহস্পতিবার দিনগত রাতে কামারপাড়া গ্রামের দিলিপ কুমারের খুলিয়ানে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক ৪ চোর আটক হয়। এ সময় জনতা তাদেরকে উত্তম মধ্যম দেয়।
আটককৃত চোরেরা হলো ফুলবাড়ী উপজেলার দক্ষিন বাসুদেবপুর(বুড়াবন্দর) গ্রামের শ্রী গৌতম মহন্তের ছেলে সোহাগ মহন্ত ওরফে নন্দ ঘোষ(২৪) একই উপজেলার চৌকিয়াপাড়া(সোনাপাড়া) গ্রামের আইনুদ্দিন মন্ডলের ছেলে মোস্তাকিম ইসলাম(৩৩) ও চৌরাইট গ্রামের আকিমুদ্দিনের ছেলে শাহ সূফি ওরফে শুফি(৩৮) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার দৌলত রসুলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আইয়ুব আলী(৩৬)। সংবাদ পেয়ে পুলিশ আটককৃতদের হেফাজতে নেয় এবং চুরির কাজে ব্যবহৃত লোহার হাতল তার কাটার প্লাস সহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করে।
এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় অটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার মামলায় অভিযুক্ত সোহাগ মহন্ত ওরফে নন্দ ঘোষ মোস্তাকিম ইসলাম ও শাহ সুফি ওরফে শুফিকে আদালতে সোপদর্প করা হয়েছে। আইয়ুব আলী গুরুতর আহত হওয়ায় তাকে পুলিশী নিরাপত্তায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলেই তাকে আদালতে সোপর্দ করা হবে