নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দুস্থদের মাঝে সেনাবাহিনী ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ৬৬ পদাতিক ডিভিশনের ৪ হর্স এর ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান। এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সহকারী কমিশনার(ভ’মি) মো.আল মামুন মেজর মাহি ক্যাপ্টেন আরাফাত ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান পুলিশ পরিদর্শক(তদন্ত) শামসুল আলম উপস্থিত ছিলেন। ৫ কেজি চাল ১ কেজি ডাল ৪ কেজি আটা ও ১ কেজি চিনির ১টি করে প্যাকেট ৫০ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়।