নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে স্বা ধীন(১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল একদিন পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে। শিশু স্বাধীন উপজেলার জয়পুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল শিকারপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায় গত বৃহস্পতিবার দুপুরে শিশু স্বাধীন নিজ গ্রামের জনৈক প্রদিপের পুকুরে গোসল করতে যায়। এরপর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার পিতার সন্দেহ সাতার না জানা তার ছেলে পুকুরে পানিতে ডুবে গেছে। এমতাবস্থায় গত শুক্রবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ওই পুকুর থেকে শিশু স্বাধীনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।