নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে ভ’মিহীন ও গৃহহীন পরবিার ঘর পেয়েছে। ঈদ উপলক্ষে ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ওসি ফেরদৌস ওয়াহিদ উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম উপকারভোগী আজিজুল হক রাজু তাসলিমা বেগম প্রমূখ। সভাটি পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) কামরুজ্জামান সরকার। এদিকে উপজেলা নির্বাহী অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান উপজেলা এলাকায় ৩য় পর্যায়ে ৩১৫টি ঘর নির্মান করা হচ্ছে যার কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ২৫০টি ঘরের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন কর্তৃক ২৫০ জন উপকারভোগী কে জমি ও ঘরের যাবতীয় দরিলাদি হস্তান্তর করা হয়। প্রতিটি ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করে।