নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ মন্ডল(৬৮) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি— রাজেউন)।গত শনিবার সন্ধ্যার পূর্বে রংপুরের একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার বিনোদনগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গতকাল রবিবার দুপুরে বিনোদনগর মাদ্রাসা মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এর পর ওই মাঠেই তার জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম জানান বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মৃত্যুকালে স্ত্রী ৪ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।