নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে রামপুর বাজারে আফতাবগঞ্জ সড়কে জলাবদ্ধতার কারনে পথচারীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বৃষ্টিতেই সেখানে জলাবদ্ধতায় পরিণত হয়। ফলে ব্যস্ত ওই সড়কে ওই স্থানে চলাচলে দূর্ভোগ পোহাতে হয়।গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের উপরে অধিকাংশ স্থানে পানি জমে থাকায় সামান্য শুকনা পথের উপর দিয়ে যানবাহন চলাচল সহ শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা জানান এ দূরাবস্থা না দেখে সড়ক বিভাগ না দেখে স্থানীয় জন প্রতিনিধি সহ সরকারী কর্মকর্তারা। এমকি যারা হাট পরিচালনা করে তারাও না।