নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে খোলা বাজারে চাল বিক্রির পর এবারে ১১ হাজার ১৫৫ জন উপকারভোগীর মাঝে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি শুরু করা হয়েছে। গত সোমবার থেকে ডিলারদের মাধ্যমে ওই চাল বিক্রি শুরু করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান জানান চলতি সেপ্টেম্বর মাস থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত ৩ মাস উপকার ভোগীরা প্রতিমাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে ডিলারদের নিকট থেকে ক্রয় করতে পারবে। উপজেলার ৯টি ইউনিয়নে এ চাল বিক্রির জন্য ১৯ জন ডিলার নিয়োগ করা হয়েছে।