নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভারতের তৈরী নেশা জাতীয় ১৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিচ বিপ্রোনরফাইন ইনজেকশন উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২ জন মহিলা। নবাবগঞ্জ থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ এমপিএস জানান তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তাওহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গত সোমবার রাত ১০ টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ ওয়াজেদ মিয়া সেতুর পশ্চিম প্রান্ত থেকে পাচার করে নিয়ে যাওয়ার সময় ইনজেকশন গুলো উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফুলবাড়ী উপজেলার নথন জামাদানি গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছা. রোকেয়া বেগম(৩১) বিরামপুর উপজেলার একইর ধোপাওটা গ্রামের মো. ছাকেরুল ইসলামের স্ত্রী মোছা. শান্তনা খাতুন(২৫) ও বিজুল নলিয়াপাড়া গ্রামের ক্বারী মো. জসিম উদ্দীনের ছেলে মো. হাবিব ওরফে হাবিবুল্যা(২৬)। এ ব্যাপারে এস আই আনোয়ারুল হক বাদী হয়ে রাতেই থানায় ১টি মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী অফিসার এস আই আখতারুল করিম জানান গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।