নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলাতেও মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪৫০ টি ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের(২য় পর্যায়) দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার প্রধান মন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম আনুষ্ঠানিক ভাবে উপকার ভোগীদের মাঝে ওই দলিল হস্তান্তর করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান সহকারী কমিশনার(ভ’মি) মো.আল মামুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম সহ সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।