নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ৬ বছর বয়সী এক শিশু কত্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত রবিবার দিনগত রাতে ওই শিশু কত্যার মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। পুলিশ ওই মামলায় অভিযুক্ত উপজেলার রঘুনাথপুর(খিয়ারপাড়া) গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. ইয়ামিন (২৫) কে গ্রেফতার করেছে। গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা তদন্তকারী অফিসার এস আই নুরুজ্জামান জানান গত রবিবার দুপুরে উপজেলার নারায়নপুর(বালুপাড়া) গ্রামের ওই শিশু কত্যাটি দোকান থেকে চকলেট নিয়ে বাড়ী ফেরার পথে তাকে একটি বাঁশ ঝাড়ে নিয়ে গ্রেফতারকৃত ইয়ামিন ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে মামলা স্বাক্ষীগণ ইয়ামিন কে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ইয়ামিনকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।