মতিয়ার রহমান, নবাবগঞ্জ, দিনাজপুর
দিনাজপুরের নবাবগঞ্জ থানার সামনে সরকারি পাইলট হাইস্কুল মাঠ সম্প্রতি মাদক সেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। পুলিশ প্রায় দিনই সেখান থেকে মাদক সেবনের দায়ে মাদক সেবিদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে আসছে।
গতকাল মঙ্গলবার পুলিশ ওই মাঠে গাঁজা সেবনের অভিযোগে কলমদারপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আবিদ হাসান পারভেজ(৩৮) ও জগন্নাথপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে জামিরুল ইসলাম(৩৫) কে আটক করে। এরপর ভ্রাম্যমান আদালতে সহকারী কমিশনার(ভূমি) কামরুজ্জামান সরকার তাদেরকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান সহ ১০০ টাকা করে জরিমানা করেন।
ওই মাঠ থেকে গত ১৫ ডিসেম্বর উপজেলার তেঘরা গ্রামের আজগার আলীর ছেলে মিলন(৪৫)কে গাঁজা সেবনের দায়ে আটকের পর ভ্রাম্যামান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই মাঠ থেকে গত ১৪ ডিসেম্বর গাঁজা সেবনের অভিযোগে আটক করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।