নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এরা দুইজন আপন চাচাতো বোন। গতকাল রবিবার সকাল ১১ টায় নবীনগর সরকারি কলেজ পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই বোন হচ্ছে নবীনগর সরকারি হাইস্কুলের অফিস সহকারি পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে নুসাইবা(৬)ও তার ভাই মোঃ আনোয়ার হোসেনের মেয়ে রোজামনি(৫)। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে মাঝিকাড়া গ্রামে শোকার ছায়া নেমে আসে। স্থানীয়রা জানায়, রোজামনি ও নুসাইবা দুই চাচাতো বোন রবিবার সকালে বাড়ির সকলের অগচোরে ওই দুই শিশু বাড়ির পূর্ব পাশ্বে সরকারি কলেজের পুকুর পাড়ে চলে আসে। রোজামনি পানিতে পরে গেলে তাকে বাঁচাতে নুসাইবাও পুকুরে নামে। সাতার নাজানা দুই বোনকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা সদর হাসাপাতালের নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই বোনকে মৃত ঘোষণা করেন।