নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি
রাস্তা জনগণের ব্যবহার অনুপযোগী হওয়ায় অবশেষে চাকুরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসীদের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার রাস্তা নিজেরাই সংস্কার করে নিচ্ছে। এ অনুপম দৃষ্টান্ত সৃষ্টি করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের যুবসমাজে। দেড় কিলোমিটার রাস্তা সংষ্কারে প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন হবে বলে জানান মোস্তফা কামাল জয়। এর মধ্যে দুই থেকে আড়াই লক্ষ টাকা নগদ সংগ্রহ আছে বলে জানান। সরেজমিনে গিয়ে দেখা যায় এ সড়কের ১৭জন অটোরিকশা চালক বিনাশ্রমে কাজ করছে। এর মধ্যে সেলিম, শফিক, ছাদির, হালিম, মিজান, কাজল এ প্রতিনিধিকে জানান প্রতি দিন এ রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে কিন্তু রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই দিনই অটো উল্টিয়ে খাদে বা পানিতে পড়ে যায়।
এতে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। যদি রাস্তাটি মেরামত করা যায় তাহলে অনেক উপকার হবে। কৃষ্ণনগর কবরস্থান থেকে শুরু করে দক্ষিণ লক্ষীপুর উত্তর পাড়া কালভার্ট পর্যস্ত রাস্তা মেরামতের নেতৃত্ব দিচ্ছেন মোহন মাস্টার। তিনি জানান যতদিন পর্যন্ত রাস্তাটি সঠিকভাবে মেরামত না হবে ততদিন পর্যন্ত টাকা সংগ্রহ করে কাজ চালিয়ে যাবো। লক্ষীপুর গ্রামের সর্দার আবুল খায়ের জানান গ্রামের যুবসমাজের এ ধরনের কাজ সত্যি প্রশংসনীয়।
এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বলেন, আগামী প্রকল্পের প্রথম কাজই হবে কৃষ্ণনগর থেকে দক্ষিণ লক্ষীপুর, কৃষ্ণনগর পূর্ব অংশের বাকি এক কিলোমিটার থানার কান্দি গ্রামের অসমাপ্ত কাজ সমাপ্ত করা। তিনি এ মহৎ কাজের জন্য দক্ষিণ লক্ষীপুর গ্রামবাসীকে ধন্যবাদ জানান। ওাস্তাটির বেহাল দশার কারণে অসুস্থ, গর্ভবতী মহিলা, বৃদ্ধলোকজনসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে।