নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্য (মেম্বার) সমর্থকদের মধ্যে সৃষ্ট টেঁটাযুদ্ধে মফিজ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছে। এসময় টেটাবিদ্ধ হয়ে অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, আছমা বেগম (৩৫), জয়নাল আবেদীন (৭০), খলিলুর রহমান (৬০), মঈনুদ্দিন (৫৫), জুনায়েদ (১৮), সুমন (৩২) ও মুন্না (১৮)। গতকাল ১৩ জুলাই বুধবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামে এই টেটাযুদ্ধের ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আব্দুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিলো। এরই জের ধরে ঘটনার দিন সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় চায়ের দোকানে একটি বাচ্চার’ খেলাকে কেন্দ্র কুন্দোইল্লার বাড়ীর মফিজ ও হাছোইন্নার বাড়ীর খালেক হাজীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে এক পর্যায়ে উভয় পক্ষ টেঁটা যুদ্ধে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে মফিজ উদ্দিন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত হয় আরো অন্তত ১০জন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। আহত খলিলুর রহমান জানান, মূলত ঘটনা হচ্ছে নির্বাচনী সহিংসতার জের। আজকের এই ঘটনা একটা উছিলা মাত্র। বর্তমান মেম্বার হাজী খালেক ও সাবেক মেম্বার শাহ আলমের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। নিহত মফিজ মিয়া (৬০) দলীয় ভাবে সাবেক মেম্বার শাহ আলমের গ্রæপের লোক ছিলেন। এ বিষয়ে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার জানান, সিনিয়র অফিসারগণ সহ আমরা এলাকা পরিদর্শনে এসেছি। পরবর্তি সহিংসুতা এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।