নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ইউনিয়ন দুটি হলো: পলাশ উপজেলার ডাংগা ও গজারিয়া ইউনিয়ন। এর মধ্যে একটিতে আওয়ামীলীগ ও অপরটি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (২১ জুন) সকাল ৮টায় থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। রাত ৯টায় উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ সময় নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনে ঘোষিত ফলাফলে ডাংগা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবের উল হাই নৌকা প্রতিকে ১৭ হাজার ২০৬ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী কাউসার মাহমুদ হাতপাখা প্রতিকে পেয়েছে ২ হাজার ৬৪০ ভোট এবং গজারিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন চৌধুরী চশমা প্রতিকে ৭ হাজার ৩৫৯ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামীলীগের বদরুজ্জামান ভূইয়া নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবাইদা খাতুন জানান, দুটি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেন।