নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের হাঁকরইলে নানা আয়োজনে তুড়ি সম্প্রদায়ের বিশ^হরি মনোশা পুজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে হিন্দু ধর্মীয় মা মনোশার নিকট আকুতি জানিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ^হরি মনোশা পুজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় হাঁকরইল জুস কোম্পানী মাঠে পুজা উদযাপন কমিটির সভাপতি নরেন সিং এর সভাপতিত্বে ও কমিটির সাংগঠনিক সম্পাদক সুনিল সিং এর সঞ্চালনায় বিশ^হরি মনোশা পুজার অনুসংগ ও ঐতিহ্য হাত চালানো খেলা অনুষ্ঠিত হয়। মাঠের মধ্যে কলাগাছ পুঁতে কয়েকজন আশেককে কলাগাছের পাশে চোখ বেঁধে রাখা হয়। চোখ বাঁধা আশেকদেরকে মন্ত্র দিয়ে কৌশলে নিজ বলয়ে টেনে আনা হয়। ঢাক-ঢোল বাজিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের তত্বাবধানে ও গ্রামের হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধভাবে শান্তি শৃংখলা বজায় রেখে খেলা পরিচালনা করে থাকেন। খেলা শেষে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গ্রম্য মাতব্বর আলহাজ¦ সেকান্দার আলী, আলহাজ¦ আব্দুল মান্নান,উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহŸায়ক প্রভাষক আশিক মাহমুদ, তৈমুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ও কাবুল হোসেন ও সাংবাদিক একেএম.জিলানী। অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যের পর সূর্যপুর গ্রামের চ্যাম্পিয়ান দলের দলনেতা তাজিমুলের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও চন্দ্রাইল গ্রামের রানারআপ দলের দলনেতা বাচ্চুর হাতে একটি টেবিল ঘড়ি তুলে দেয়া হয়।